Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI) হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি কৃষি, মৃত্তিকা ও সার নিয়ে গবেষণায় নিয়োজিত রয়েছে বিধায় প্রতিষ্ঠানটি NARS (National Agricultural Research System) ভুক্ত। ১৯৬১ সালে সয়েল সার্ভে প্রজেক্ট অব পাকিস্থান নামে কার্যক্রম শুরু। ১৯৭২ সালে সয়েল সার্ভে অব বাংলাদেশ নামে কার্যক্রম অব্যাহত থাকে। ১৯৮৩ সাল থেকে উক্ত নাম পরিবর্তিত হয়ে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নামে কার্যক্রম পরিচালনা করে আসছে। ১৯৮০ সাল থেকে খুলনায় আঞ্চলিক ও জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু করে এছাড়াও কৃষকের মৃত্তিকা নমুনা সরেজমিনে পরীক্ষা করে ফলাফলের ভিত্তিতে সুষম মাত্রার সার সুপারিশ করার লক্ষ্যে খুলনায় একটি  স্থায়ী আঞ্চলিক মৃত্তিকা  গবেষণাগার এবং একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার (এমএসটিএল-Mobile Soil Testing Laboratory) রয়েছে।২০২০ সালে সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম শুরু হয়।